Advertisement

গাম্বিয়াঃ সৌদি, কাতার, তুরস্ক নয়; মুসলমানদের পাশে দাড়ানো দেশটির গল্প | Gambia Fact | Trendz Now

গাম্বিয়াঃ সৌদি, কাতার, তুরস্ক নয়; মুসলমানদের পাশে দাড়ানো দেশটির গল্প | Gambia Fact | Trendz Now বিশ্ব রাজনীতিতে এই মূহুর্তে সবচেয়ে আলোচিত নাম গাম্বিয়া। আফ্রিকার মানচিত্রে যে দেশটিকে খুঁজে পেতে গেলে মিনিটখানেক চেষ্টা করতে হয়, সেই গাম্বিয়াই কাঁপিয়ে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের ভিত। আমেরিকা-চীন বা ভারত-পাকিস্তান, সৌদি আরব কিংবা তুরস্কের মতো প্রভাবশালী দেশগুলো রোহিঙ্গা নির্যাতনের ইস্যুতে চুপ ছিল, নজর ফিরিয়ে নিয়েছিল অন্যদিকে, সেখানে পুঁচকে একটা দেশ হয়েও গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করেছে মিয়ানমারের বিরুদ্ধে।

গাম্বিয়া দেখিয়ে দিয়েছে, দেশ ছোট হলেই মানুষগুলোর কলিজা ছোট হবে- এমন কোন কথা নেই। আমাদের আজকের আয়োজন সেই গাম্বিয়ার কিছু চমকপ্রদ ব্যাপার নিয়েই। গাম্বিয়ার অজানা অনেক তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা, মুসলিম দরদি দেশ গাম্বিয়া আর এদেশের মানুষ সম্পর্কে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি।

#Gambia #দেশপরিচিতি

দেশপরিচিতি,Gambia,Gambia Fact,Trendz Now,গাম্বিয়া দেশ কেমন,আবুবকর তামবাদু,Amazig Fact About Gambia,gambia news,গাম্বিয়া সাহসী দেশের গল্প,গাম্বিয়া দেশ পরিচিতি,গাম্বিয়ার আবু বকর,Gambia Country,গাম্বিয়া কেমন দেশ,বাঘের বাচ্চা গাম্বিয়ার আবু বকর,

Post a Comment

0 Comments